Srilanka: বিমানবন্দরে বাধা, দেশত্যাগ করতে পারেননি শ্রীলংকার ‘অর্থমন্ত্রী’ বসিল রাজাপক্ষে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষের ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বসিলকে দেশত্যাগে বাধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা। এ কারণে দেশত্যাগ করতে পারেননি তিনি।

১২ জুলাই রাত ১২টা ১৫ মিনিটে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে চেক-ইন কাউন্টারে পৌঁছান বসিল রাজাপক্ষে। তারপর সোয়া তিনটা পর্যন্ত বিমানবন্দরে অবস্থান করেন তিনি। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারদের বাধার কারণে দেশত্যাগ করতে পারেননি তিনি।

বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, চলমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় কোনো নেতাই দেশত্যাগ করতে পারবেন না।

আগামীকাল ১৩ জুলাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে পদত্যাগ করবেন।

গত এপ্রিলে অর্থনীতির নাজুক পরিস্থিতির ব্যর্থতার জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন বসিল রাজাপক্ষে। এর পরের মাসে তার বড় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছিলেন।

শ্রীলঙ্কার বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য বসিলসহ রাজাপক্ষে পরিবারের স্বজনপ্রীতিকে দায়ী করা হয়। বিক্ষোভকারীরা রাজাপক্ষে পরিবারের প্রত্যেক সদস্যদের পদত্যাগের দাবি জানানোর পরই বসিল রাজাপক্ষেসহ পরিবারের বহু সদস্য পদত্যাগে বাধ্য হয়েছেন।

তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে বসিলকে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তারপর থেকেই আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি।

তার বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এ কারণে তিনি ‘টেন পার্সেন্ট’ নামেও পরিচিত।

বসিল রাজাপক্ষের শ্রীলঙ্কার নাগরিকত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy