SPORTS: ‘এখনও অনেক কিছু বাকি আছে…’, বিশ্বকাপ হেরে প্রথম প্রতিক্রিয়া দিলেন শুভমান গিল

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিল বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার যন্ত্রণা এখনও ভুলতে পারছেন না। সোমবার (২০ জুলাই) বিকেলে এক্স হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, “প্রায় ১৬ ঘণ্টা পার। কিন্তু এখনও গত রাতের যন্ত্রণা রয়ে গিয়েছে। কখনও কখনও সবটা উজাড় করে দেওয়াটা যথেষ্ট নয়। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছোনোর আগেই ছিটকে গিয়েছি।”

শুভমান আরও লিখেছেন, “কিন্তু এই যাত্রার প্রতিটা পদক্ষেপই আমাদের টিমের স্পিরিট ও একনিষ্ঠভাবকে চাগিয়ে তুলেছে। উত্থান-পতনে যেভাবে ফ্যানেদের থেকে অবিশ্বাস্য সমর্থন পেয়েছি। গোটা দুনিয়া যে আমাদের সঙ্গে রয়েছে, এটা তার প্রমাণ।”

শুভমান শেষে লিখেছেন, “কিন্তু এখানেই শেষ হয়। জয়ী না হওয়া পর্যন্ত থামব না। জয় হিন্দ।”

শুভমানের এই পোস্টে ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই শুভমানকে সমর্থন জানিয়েছেন এবং আগামীতেও ভালো খেলার আশা ব্যক্ত করেছেন।

শুভমানের আগে এদিন মুখ খোলেন ভারতীয় পেসার মহম্মদ সামিও। বিশ্বকাপ ফাইনালে হার মেনে নিতে পারছেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সামি লিখেছেন, “আমি আজও বিশ্বাস করতে পারছি না যে আমরা হারিয়েছি। আমরা এত ভালো খেলছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া।”

শুভমান ও সামির পোস্ট থেকে স্পষ্ট যে, ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি। তারা আগামীতেও ভালো খেলার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy