SPORTS: ৫২ বলে করেছেন ৮৭ রান, পান্ডিয়া ঝড়ে গুজরাটের দুর্দান্ত জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ২৪তম রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এতে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে সমান ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে রাজস্থান।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের হয়ে জস বাটলার ছাড়া লড়াই করতে পারেনি কেউই। ফলে ১৫৫ রানেই থেমে যায় দলটির ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন দেবদূত পাডিক্কাল। এরপর ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ ওভারে ৮ রান সংগ্রহ করে লকি ফার্গুসনের শিকার হন তিনি। একই ওভারের শেষ বলে বোল্ড হন ঝড়ো ইনিংস খেলা জস বাটলার। ২৪ বলে ৫৪ রান করে বিদায় নেন তিনি।

সাঞ্জু স্যামসন ১১ ও রাসি ভ্যান ডার ডুসেন ৬ রান করে সাজঘরে ফেরেন। মাঝপথে দলের হাল ধরেন শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। ১৪ বলে ২৬ রানের জুটি গড়েন তারা। তবে মোহাম্মদ শামির বলে হেটমায়ার ২৯ রানে বিদায় নিলে ধ্বস নামে রাজস্থান শিবিরে। বিদায় নেন রিয়ান পরাগও (১৮)।

শেষদিকে থিতু হয়ে ১৭ রানের ইনিংস খেলে পান্ডিয়ার শিকার হন নিশাম। এরপর চাহাল ৫ রানে বিদায় নিলে রাজস্থানের ইনিংস থামে ১৫৫ রানে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি গুজরাট টাইটান্স। দলীয় ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি।

ম্যাথু ওয়েড ১২, শুভমান গিল ১৩ ও বিজয় শঙ্কর ২ রান করে বিদায় নেন। এরপর দলের হাল ধরেন হারদিক পান্ডিয়া। ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত লড়ে যান তিনি। ৫২ বলে ৮ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৭ রান করে দলকে এনে দেন ১৯২ রানের বড় সংগ্রহ।

গুজরাট অধিনায়ককে সঙ্গ দেয়া অভিনব মনোহর করেন ২৮ বলে ৪৩ রান। শেষদিকে ১৪ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন ডেভিড মিলার। রাজস্থানের পক্ষে একটি করে উইকেট শিকার করেন কুলদীপ সেন, যুবেন্দ্র চাহাল ও রিয়ান পরাগ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy