SPORTS: মেসিকে ভোট দিয়ে বিপাকে পরে গেলেন রিয়ালের দুই তারকা!

লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবলের মাঠে এ দুই দলের লড়াই মানেই ভিন্নরকম উন্মাদনা। একটা সময় বার্সেলোনার হয়ে প্রতিনিধিত্ব করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের চোখে তিনি ‘ভিলেন’।

সম্প্রতি ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সেরার মুকুট মাথায় তুলতে তিনি পেছনে ফেলেছেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে।

সেরার লড়াইয়ে অবশ্য মেসি-হালান্ডের পয়েন্ট (৪৮) সমান ছিল। কিন্তু বিশ্বের প্রতিটি দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটে এগিয়ে থেকে সেরা নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই লড়াইয়ে মেসিকে ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ ও উরুগুয়ের ফেদেরিকো ভালভারদে। দীর্ঘ সময় ধরে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনায় খেলেছেন লিওনেল মেসি। প্রতিদ্বন্দ্বী দলে খেলা ফুটবলারকে ভোট দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছ থেকে সমালোচনার শিকার হতে হয়েছে এই দুইজনকে।

মেসি ছাড়া লুকা মডরিচ ভোট দিয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ও তার স্বদেশি সতীর্থ মারসেলো ব্রোজোভিচকে। আর ভালভারদে মেসিকে প্রথম পছন্দে রেখে দ্বিতীয় ও তৃতীয় পছন্দে ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে ও আর্লিং হালান্ডকে। তবে তাদের দুইজনের পছন্দকে ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। সামাজিক মাধ্যমে নানাভাবে সমালোচনা করছেন তারা।

এক্সে এক সমর্থক লিখেছেন, ‘এটা বিব্রতকর অবস্থা। এমন একজনকে ভোট দিয়েছে, যে মৌসুমে কিছুই করেনি।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আপনারা কি পাগল? কিভাবে মেসিকে ভোট দিলেন। কিভাবে সম্ভব।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy