SPORTS: ভারতের দাপুটে জয়ে কপাল পুড়লো বাংলাদেশের, চিন্তায় বাংলাদেশী ক্রিকেট ফ্যানেরা

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে তিন দিনেই হার মেনেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই আক্ষেপ ভুলে কেপটাউনে রীতিমতো ‘প্রতিশোধ’ নিলো সফরকারীরা। বক্সিং ডে টেস্টে স্বাগতিক প্রোটিয়াদের মাত্র দেড় দিনে গুঁড়িয়ে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। এতে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে দুদল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন দাপুটে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ছয় থেকে এক লাফে শীর্ষে উঠে এসেছে ভারত। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের। চার থেকে পাঁচ নম্বরে নেমে গেছে টাইগাররা।

শুধু বাংলাদেশই নয়, কপাল পুড়েছে পাকিস্তানেরও। তারা এক ধাপ পিছিয়েছে। তালিকার পাঁচ থেকে ছয় নম্বরে নেমেছে দলটি।

এদিকে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে দক্ষিণ আাফ্রিকা, তিনে নিউজিল্যান্ড এবং চারে এখন অস্ট্রেলিয়া।

কেপটাউন টেস্টে জয়ের সুবাদে মূল্যবান ১২ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। ৪ ম্যাচে দুই জয় আর এক ড্র নিয়ে ভারতের পয়েন্ট এখন ২৬। অন্যদিকে, ২ ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তারা ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে ৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া। তাদের জয়ের হারও ৫০ শতাংশ।

বাংলাদেশ ২ ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট ও ৫০ শতাংশ জয়ের হার নিয়ে আছে পাঁচ নম্বরে। ছয়ে থাকা পাকিস্তান ৪ ম্যাচে ২ জয় পেয়েছে, তাদের পয়েন্ট হওয়ার কথা ছিল ২৪। কিন্তু স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেছে বাবর আজমদের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy