SPORTS: বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা, ম্যাচ ভেস্তে গেলে কি হবে KKR-এর? জেনেনিন বিস্তারিত

আইপিএল ২০২৫-এর প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এক মরণবাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই ম্যাচে জিততে না পারলে প্লে অফে যাওয়ার সমস্ত আশা কার্যত শেষ হয়ে যাবে কেকেআর-এর। কিন্তু এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

এমনিতেই ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে কেকেআর। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে তাদের বাকি দুটি ম্যাচই জিততে হবে। সেক্ষেত্রে কেকেআর সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে। যেখানে গুজরাত টাইটান্স (GT) এবং RCB ইতিমধ্যেই ১৬ পয়েন্ট পেয়ে বসে আছে, এবং পঞ্জাব কিংসের (PBKS) মতো দলও ১৫ পয়েন্টে রয়েছে। এই পরিস্থিতিতে কেকেআর-এর প্লে অফের দরজা খুলতে গেলে নিজেদের বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে এবং বাকি দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, যা অনেকটাই অলৌকিক কিছু ঘটার ওপর নির্ভরশীল।

তবে সবচেয়ে বড় শঙ্কা হলো শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা। বেঙ্গালুরুতে ইদানীং রোজ সন্ধ্যায় নিয়ম করে ঝড় বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টির কারণে শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে যায়, তাহলে কেকেআর মাত্র ১ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার আর কোনো সুযোগই থাকবে না তাদের। আনুষ্ঠানিকভাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে কলকাতা নাইট রাইডার্স। যদিও এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের এবং বৃষ্টি থামার ঘণ্টাখানেকের মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব, তবুও নিরন্তর বা ভারী বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা থেকেই যায়।

শনিবারের ম্যাচের আগে বৃহস্পতিবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলই অনুশীলন করেছে। কেকেআর শিবিরে অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহদের খোশমেজাজেই দেখা গেছে। অন্যদিকে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ফের ক্রিকেটে ফেরা বিরাট কোহলিও বৃহস্পতিবার অনুশীলন করেছেন। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে গল্প করতেও দেখা যায় কোহলিকে, যা নিয়ে জল্পনা চলছে।

কেকেআর-এর দুই প্রধান স্তম্ভ, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন বেঙ্গালুরুতে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে ইংল্যান্ডের মইন আলি এবং ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল আইপিএলের বাকি অংশ খেলবেন না। তাঁদের পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কেকেআর কিছু জানায়নি।

সব মিলিয়ে, প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার ম্যাচে প্রকৃতির অনিশ্চয়তা কেকেআর-এর চাপ আরও বাড়িয়ে তুলেছে। শনিবারের বে

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy