SPORTS: ‘নিজের ভেতর থেকে ওয়ার্নারকে বের করে আনলাম’, অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন এই স্পিন অলরাউন্ডার

চলতি আইপিএলে মূল কাজ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রাজস্থান রয়্যালসের ত্রাতা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার গতকাল শুক্রবার ২৩ বলে ৪০* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। চেন্নাই সুপার কিংস হেরেছে ৫ উইকেটে। তামিলনাড়ুর এই স্পিনার প্রমাণ করে যাচ্ছেন, ব্যাট হাতেও তিনি কারো চেয়ে কম যান না।

শুক্রবার দলকে জেতানোর পর বুকে চাপড় মেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অশ্বিনকে। এভাবে সাধারণত উদযাপন করে থাকেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের পর তাকে এ নিয়ে প্রশ্ন করা হলেই হাসতে হাসতে বলেন, ‘নিজের ভেতর থেকে ডেভিড ওয়ার্নারকে বের করে আনলাম। ম্যাচটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম এবং নতুন শট খেলার দিকে মন দিয়েছিলাম। যদিও আমার খুব বেশি শক্তি নেই। ‘

অশ্বিন আরো বলেন, ‘এই ইনিংসের কৃতিত্বের দাবিদার দুই সাপোর্ট স্টাফ রাজামণি ও জুবিন ভারুচা। তারা আমার ব্যাট করার স্টাইল বুঝে গেছে। তারা জানে যে প্রতি ম্যাচে আমি একইভাবে ব্যাট করি না। সবাই বরাবর আমাকে উৎসাহ দিয়েছে এবং সেভাবেই অনুশীলন করেছি। যে দলেই খেলি না কেন, সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। এটা দলের প্রতি আমার দায়বদ্ধতা। ‘

গতকাল বল হাতে ২৮ রানে ১ উইকেট নিয়েছিলেন অশ্বিন। পরে ব্যাটিংয়ের সময় তাকে নামানো হয় ৬ নম্বরে। আইপিএলে এর আগেও অশ্বিনকে ওপরের দিকে ব্যাটিং করতে আনা হয়েছে। তিনি প্রয়োজন অনুসারে দলকে জেতাতে সাহায্য করেছেন। ব্যাট হাতে তিনি ১৪ ম্যাচে ১৮৩ রান করে ফেলেছেন। স্ট্রাইক রেট ১৪৫। ফলে অশ্বিনের পারফরম্যান্স নিয়ে তার দলও বেজায় খুশি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy