SPORTS: কানাডার কাছে ৭ উইকেটে হার, বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের

বিশ্ব ফুটবলে ব্রাজিলের জাদুতে মাতোয়ারি হয় গোটা দুনিয়া। নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাদের পায়ের জাদুতে ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতেছে পাঁচবার। কিন্তু ফুটবলের পাশাপাশি ব্রাজিল ক্রিকেটেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এবার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ব্রাজিল নারী ক্রিকেট দল। তবে তাদের অভিযান মোটেও সুখকর হচ্ছে না।

আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয় ব্রাজিল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটে হেরে যায় ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের ব্যাটিং বিপর্যয়ই মূলত তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভার এক বলে ৫৬ রান করে ব্রাজিল। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। এছাড়া ক্যাতোলিনা ন্যাসেমিন্টো ১৩ বলে ১১ রান করেন। ব্রাজিলের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণরূপে ধসে পড়ে, এবং তারা কোনো রকমে ৫৬ রানের টার্গেট দিতে সক্ষম হয়।

কানাডার ইনিংসে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ী হয় তারা। কানাডার পক্ষে হাবিবা বাদর অপরাজিত ২১ রান করেন, এবং বান্দনা মাহাজন করেন অপরাজিত ১০ রান।

এই ম্যাচে হারের পর ব্রাজিলের অবস্থান আরও খারাপ হয়েছে। আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চারটি দল অংশ নিয়েছে: ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এই অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে ব্রাজিলের অবস্থান তৃতীয়। মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

এই বাছাই পর্বে ব্রাজিলের একমাত্র জয় এসেছে আর্জেন্টিনার বিপক্ষে। কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে পরাজয় তাদের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। এখন গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার জন্য ব্রাজিলকে অবশিষ্ট ম্যাচগুলোতে চমক দেখাতে হবে।

ব্রাজিল নারী ক্রিকেট দলের এই সংগ্রাম তাদের ক্রিকেটে উন্নতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ফুটবলের মতো ক্রিকেটেও ব্রাজিলের নাম উজ্জ্বল করতে হলে আরও অনেক কাজ করতে হবে। তবে এই বাছাই পর্বে অংশগ্রহণই তাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক।

ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল ক্রিকেটেও নিজেদের জায়গা করে নিতে চাইছে। নারী ক্রিকেটের এই প্রচেষ্টা ব্রাজিলের ক্রীড়া ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এখনই তাদের লক্ষ্য গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়া, যা এই মুহূর্তে অনেকটাই কঠিন মনে হচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy