
মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল? শনিবার চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের একটি ছবি ফের এই জল্পনাকে উস্কে দিয়েছে। এদিন চেপকের স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির বাবা-মা খেলা দেখতে এসেছিলেন। এর আগে তাঁদের আইপিএলের কোনও ম্যাচে স্টেডিয়ামে এসে খেলা দেখতে খুব কমই দেখা গিয়েছে। তবে এদিন ঘরের মাঠেও হারতে হল চেন্নাইকে। দিল্লি ক্যাপিটালস ২৫ রানে পরাজিত করে ধোনির দলকে। শেষ দিকে ব্যাট করতে নেমেও দলকে জেতাতে পারলেন না মাহি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই প্রথমবার মহেন্দ্র সিং ধোনির বাবা-মা একসঙ্গে আইপিএলের কোনও ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে ধোনির অবসর নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। চলতি মরসুমে এমএস ধোনির ব্যাটিং অর্ডার এবং ধীর ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই বহুবার প্রশ্ন উঠেছে। এমনকি সিএসকে কোচও ধোনির ফিটনেস নিয়ে মন্তব্য করেছিলেন এবং জানিয়েছিলেন যে হাঁটুর চোটের কারণে তাঁর পক্ষে ১০ ওভারের বেশি ব্যাট করা কঠিন।
চলতি মরসুমে সিএসকে তাদের প্রথম ম্যাচ খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ধোনি শেষ দিকে ব্যাট করতে নেমে ২ বল খেলে কোনও রান করতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ধোনি ১৬ বলে ৩০ রান করলেও, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১১ বলে ১৬ রান করে দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ হন। তাঁর ব্যাটিংয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি ২৬ বল খেলে ৩০ রান করেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটের বিচারে যথেষ্ট ধীর গতির ইনিংস।
ধোনির বাবা-মায়ের স্টেডিয়ামে উপস্থিতি এবং তাঁর ধীর ব্যাটিং – এই দুটি বিষয়কে এক করে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, সম্ভবত এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে এবং সেই কারণেই পরিবারের সদস্যরা মাঠে এসে তাঁকে সমর্থন জানাচ্ছেন। যদিও মহেন্দ্র সিং ধোনি নিজে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে ক্রিকেট মহলে তাঁর অবসর নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।