SPORTS: একসঙ্গে আইপিএলের তিন মৌসুমের দিন-তারিখ চূড়ান্ত, দেখেনিন একনজরে

অবশেষে ঘোষণা করা হলো আইপিএল ২০২৫ আসর শুরুর চূড়ান্ত দিনতারিখ। একই সঙ্গে পরের আরও দুই মৌসুমের সময়ও ঠিকঠাক করা হয়েছে।

২০২৫ আসর শুরু হবে আগামী ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। ২০২৬ আসর হবে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে। ২০২৭ মৌসুম শুরু হবে ১৪ মার্চ। ৩০ মে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বরের প্রথমবারের মতো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ আসরের মেগা নিলাম। সাধারণত তিন বছর পরপর মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে থাকে।

গেল তিন আসরের মতো আগামী আসরেও মোট ৭৪ ম্যাচ খেলা হবে। যদিও ২০২৩-২৭ চক্রের সম্প্রচারস্বত্ব বিক্রির সময় ৮৪ ম্যাচের কথা বলা হয়েছিল।

নতুন স্বত্বের দরপত্র অনুযায়ী, প্রতি মৌসুমেই ম্যাচ সংখ্যার ভিন্নতা থাকার কথা ছিল। ২০২৩ ও ২০২৪ সালে ৭৪ ম্যাচ থাকলেও ২০২৫ ও ২০২৬ সালে হওয়ার কথা ছিল ৮৪ ম্যাচ। ২০২৭ সালে হওয়ার কথা সর্বোচ্চ ৯৪ ম্যাচ।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিসি পূর্ণ সদস্য দেশুগুলোর অধিকাংশই পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে খেলোয়াড়দের সম্মতি দিয়েছেন। বরাবরেই মতোই এই তালিকায় নেই পাকিস্তান। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেললেও রাজনৈতিক উত্তেজনার কারণে এরপর থেকে আর আইপিএলে আসছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
আগামী তিন আসরে আইপিএলে খেলার জন্য যেসব দেশের ক্রিকেটাররা অনুমতি পেয়েছেন, সেগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy