SPORTS: ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ছক্কার ‘সেঞ্চুরি’, বেন স্টোকসের

টেস্ট ইতিহাসে ১০০ ছক্কার রেকর্ড এর আগে ছিল কেবল দুজনের। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে বিরল এই ক্লাবে ঢুকে পড়লেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে আবার তিনিই প্রথম।

শুক্রবার হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ১০০ ছক্কা হাঁকানোর নজির গড়েছেন স্টোকস। ক্যারিয়ারের ১৫১তম টেস্ট ইনিংসে টিম সাউদির বলে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক।

সাবেক কিউই অধিনায়ক এবং বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ১০৭টি ছক্কা মারার রেকর্ড রয়েছে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬টি টেস্ট খেলে ১০০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ক্রিস গেইল (৯৮) এবং জ্যাক ক্যালিস (৯৭) তালিকায় চার এবং পাঁচে রয়েছেন।

এক নজরে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকা
১. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)-১০৭টি
২. অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)-১০০টি
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)-১০০টি
৪. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)-৯৮টি
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)-৯৭টি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy