SPORTS: আইপিএলের ৬০ দিন আগেই প্রস্তুতি শুরু, বিধ্বংসী ব্যাটিং করলেন মহেন্দ্র সিং ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মরসুম শুরু হতে এখনো বেশ দেরি আছে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সম্প্রতি তাকে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সাধারণত ধোনিকে সারা বছর ক্রিকেটের সাথে যুক্ত থাকতে দেখা যায় না। তিনি মূলত আইপিএলেই খেলেন। তাই তার ভক্তরা এই সময়টায় তাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। সেই হিসেবে প্রায় ৬০ দিন আগে থেকেই ধোনি তার অনুশীলন শুরু করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ধোনির নেটে ব্যাটিংয়ের ছবি ভাইরাল হয়েছে। তার ভক্তরা তাদের প্রিয় ‘থালা’কে (ধোনির জনপ্রিয় ডাকনাম) ব্যাট হাতে দেখে খুবই আনন্দিত। মাহি ভক্তদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবিগুলি ঘুরে বেড়াচ্ছে। ৪৩ বছর বয়সেও ধোনি যখন মাঠে নামেন, ক্রিকেটপ্রেমীরা তার থেকে বিনোদনের আশা রাখেন।

এই প্রথমবার ধোনি আইপিএলে একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন। গত বছরের শেষে রিয়াধে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস (CSK) ধোনিকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল (রিটেন করেছিল)।

প্রতিবার আইপিএল শেষ হওয়ার পরই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়। গত চব্বিশের আইপিএল শেষ হওয়ার পরেও ক্রিকেট মহলে একই আলোচনা চলছিল। কিন্তু ধোনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যতদিন তিনি ক্রিকেট খেলতে পারবেন, ততদিন তিনি খেলাটা উপভোগ করতে চান এবং আরও কয়েক বছর তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy