ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রির কাছ থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে বিদায় নেয়ার পর কোচ হয়ে ফিরে এলেন ভারতীয় দলের সাজঘরে। সেই ফিরে আসার অভিজ্ঞতা কেমন? ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে নিজেই সে কথা জানিয়েছেন ভারতের প্রধান কোচ।
অভিজ্ঞতাটা তার দারুণ। এই আটমাসে তিনি ৬জন অধিনায়ক পেয়েছেন। বিষয়টা নিয়ে বেশ মজা পাচ্ছেন বলেও জালেন তিনি। এই ৬ অধিনায়ক হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, রিশাভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া (আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন)।
দ্রাবিড় বলেন, ‘কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে। একই সঙ্গে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জেরও। আট মাসে আমি ছয় জন অধিনায়ককে পেয়েছি। দায়িত্ব নেওয়ার সময় এমন পরিকল্পনা ছিল না।’ বলেই হেসে ফেলেন দ্রাবিড়।
কেমন এতগুলো অধিনায়ককে দায়িত্ব নিতে হলো? দ্রাবিড় বলেন, ‘আসলে খেলার সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রভাবও আছে। তাই আমাকে বেশ কয়েকজন অধিনায়ককে নিয়ে কাজ করতে হচ্ছে। ব্যাপারটায় একটা মজা আছে। অনেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরাও একসঙ্গে অনেক নেতাকে তৈরি করে নিতে পারছি।’
কিছুদিন পরপর পরিবর্তন হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? দ্রাবিড় বলেছেন, ‘না। আমরা ক্রমশ ভাল করার চেষ্টা করছি। আমরা বিভিন্নজনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে।’
ভারতীয় ক্রিকেটে একের পর এক পেস বোলার উঠে আসায় বেশ খুশি ভারতীয় দলের কোচ। দ্রাবিড় বলেন, ‘আইপিএলে আমরা কয়েকজন প্রতিভাবান পেস বোলার পেয়েছি। কয়েক জনের গতি তো দুর্দান্ত। অনেক তরুণ তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। অনেকেই ভাল। পুরো ব্যাপারটা ভারতীয় ক্রিকেটের জন্যও দারুণ।’