SPORTS: ৪ বলে ১৬! ধোনি ‘ফিনিশড’ হয়নি; ‘ফিনিশার’ই আছে…’

নেতৃত্ব, উইকেটকিপিংয়ের পাশাপাশি ফিনিশার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সুনাম ছিল আকাশছোঁয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন আইপিএলে। অনেকে মনে করেন, বয়সের সাথে সাথে ধোনি ফুরিয়ে গেছেন। তিনি ফিনিশড! তার এখন সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়া উচিত।

কিন্তু গতকাল আইপিএলের মঞ্চে ধোনি দেখালেন, তিনি এখনও সেরা ‘ফিনিশার’।
গতকাল বৃহস্পতিবার মু্ম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য শেষ ৪ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৬ রানের। স্ট্রাইকে ছিলেন ৪০ বছর বয়সী ধোনি। জয়দেব উনাদকাটের বলে লং অন দিয়ে ছক্কা মারার পর ফাইন লেগ দিয়ে চার। পঞ্চম বলে আসে ২ রান। শেষ বলে জয়ের জন্য দরকার হয় ৪ রানের।

মাঠে তখন তুমুল উত্তেজনা। আর উইকেটে ব্যাট হাতে সেই চিরচেনা শান্ত-স্থির-নির্ভার ধোনি। উনাদকাটের শেষ বলটি ছিল লেগ-মিডলে লো ফুল টস। ধোনি বলের নিচে গিয়ে দারুণ টাইমিংয়ে ফাইন লেগ দিয়ে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে। উল্লাসে মেতে ওঠে চেন্নাইয়ের ডাগআউট। ১৩ বলে ২৮* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে চিরচেনা নির্লিপ্ত ভাবেই মাঠ ছাড়লেন ধোনি।

এই দারুণ ব্যাটিংয়ের পর ধোনির প্রশংসায় পঞ্চমুখ সবাই। ইরফান পাঠান টুইট করেছেন, ‘পুরনো সেই দারুণ দিনগুলোয় ফিরিয়ে নিয়ে গেলেন ধোনি। ‘ মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘ধোনি ফিনিশড নয়, ফিনিশার…ফিনিশার… ফিনিশার… আরও একবার অপরাজিত। ‘ হরভজন সিং লিখেছেন, ‘এটাই মহেন্দ্র সিং ধোনি’। ইংলিশ গ্রেট কেভিন পিটারসেনের টুইট, ‘নাম তার এমএস ধোনি!’ আর আফগান স্পিনার রশিদ খান লিখেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি… দ্য ফিনিশার। ‘

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy