SPORTS: সব উজাড় করেও মিলছে না রান, ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন বিরাট

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি আসরে তিনবার মেরেছেন ‘গোল্ডেন ডাক’। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২৩৬ রান করতে পেরেছেন তিনি। চলতি আসরে ব্যাটারদের তালিকায় কোহলির অবস্থান ৩১তম।

এমন পরিস্থিতিতে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার জানিয়ে দিলেন, একমাত্র ভাগ্যের সাহায্যেই রানে ফিরতে পারেন কোহলি।
গতরাতেও পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে মাত্র ২০ রানে আউট হয়ে যান কোহলি। সাজঘরে ফেরার সময় কোহলির শরীরী ভাষায় বলে দিচ্ছিল তিনি কতটা হতাশ! কোহলি প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘৭০টা আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে ওর। ওকে দেওয়ার মতো আর কোনো পরামর্শ নেই। ওর ভাগ্যটা বদলাতে হবে। ’

গাভাস্কার আরো বলেন, ‘প্রতিপক্ষ ছাড়া সবাই কোহলির ব্যাটে রান চায়। ওর মতো আকর্ষণীয় ক্রিকেটার খুব কমই আছে। যখন ওর ব্যাট চলতে শুরু করে, সেই কাট এবং পুল শটগুলো দেখতে পাওয়া যায়। তখন বোঝা যায় সব ঠিকঠাক রয়েছে। শুধু মাত্র ভাগ্যের সাহায্যটাই পাচ্ছে না সে। আগের দিন ওর শটে বল একটু উপরে উঠে গিয়েছিল। সেটা সোজা ফিল্ডারের কাছে চলে গেল। অন্য যেকোনো দিনে সেই ফিল্ডার ৫ গজ ডানদিকে বা বাঁ-দিকে থাকতো। ভাগ্যটাই ওর সঙ্গে নেই। ’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy