SPORTS: পোলার্ডের অবসর মেনে নিতে পারছেন না গেইল, দিলেন আবেগ ঘন বার্তা

হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। তার অবসর মেনে নিতে পারছেন না তারই সতীর্থ ইউনিভার্স বস ক্রিস গেইল।
বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এ ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী পোলার্ডে এই এই সিদ্ধান্তে অবাক হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৫ বছর ধরে একসঙ্গে পথ চলছেন গেইল ও পোলার্ড।

পোলার্ডের অবসর মেনে নিতে পারছেন না গেইল। ভেরিফাইড ফেসবুক পেইজে পোলার্ডের সঙ্গে ছবি পোস্ট করে ইউনিভার্স বলে ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না তুমি আমার আগে অবসর নিল ফেললে। যাই হোক তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার পাশে থেকে খেলা ছিল দারুণ। শুভ অবসর। পরের অধ্যায়ের জন্য শুভ কামনা। ’

২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল পোলার্ডের। পরের বছর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টি-২০তে অভিষেক হয়েছিল।

তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কখনো টেস্ট না খেললেও এক দশকেরও বেশি সময় ধরে সাদা বলের বিশেষজ্ঞ একজন ক্রিকেটার ছিলেন।

এ সময় তিনি ১২৩টি ওয়ানডে এবং ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালে শ্রীলংকায় উইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পোলার্ড।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy