রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০১৩ সাল থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের আগ্রহ থাকলেও সিরিজ নিয়ে ভারতের কোন আগ্রহ নেই।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া দিলেন ভিন্ন তথ্য। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে কখনও অস্বীকার করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তৌকির বলেন, বিসিসিআই কখনও আমাদের বিপক্ষে খেলতে অস্বীকার করেনি। মূল সমস্যাটি সরকারি পর্যায়ে। উভয় দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে সাবেক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত হয়, যারা পাকিস্তান-ভারত ম্যাচের গুরুত্বটা ভালো বুঝতে পারেন। সৌরভ গাঙ্গুলী এবং রামিজ রাজা দু’জনই ক্রিকেটের প্রচার চান এবং এই প্রতিন্দ্বন্দিদের মধ্যে প্রতিযোগিতা দেখার চেয়ে ভালো কিছু নেই।
ভারত-পাকিস্তান লড়াই নিয়মিত করতে প্রতি বছরই চারদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলেন পিসিবির বর্তমান সভাপতি রমিজ রাজা। রমিজের চার দেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনাটি দারুন হলেও, এটি বাস্তবে করা সম্ভব নয় বলে মনে করেন তৌকির।
তিনি বলেন, যদিও চার-দেশের সিরিজের পরিকল্পনা বেশ ভালো ছিল, ইতোমধ্যেই সারা বছর ধরে অনেক ফ্র্যাঞ্চাইজি-মডেল টুর্নামেন্ট হচ্ছে। এ কারণে, আমি মনে করি, চারটি বড় দেশকে নিয়ে সিরিজ আয়োজনের সময়-সুযোগ করা কঠিন।
আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দেখা যায় না ভারত-পাকিস্তান লড়াই। সর্বশেষ গত টি-২০ বিশ্বকাপে দেখা হয়েছিলো তাদের। সেই লড়াইয়ে ১০ উইকেটে ম্যাচ জিতেছিলো পাকিস্তান। আর চলতি বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মেলবোর্নে ২৩ শে অক্টোবর হবে ম্যাচটি।