অনেক নাটকের পর শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। তাঁর থেকে যাওয়ায় অন্য কোনো সতীর্থের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
গোল ডটকমের খবরে জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই এই গ্রীষ্মে নেইমারকে বিক্রি করে দিতে পারে। তেমন প্রস্তাব পেলেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন উইরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নিয়ে যাওয়া হয় নেইমারকে। তারপর থেকে ক্লাবের হয়ে ১০০ গোল করেছেন। চারটি লিগ ওয়ান শিরোপা জিততে মূল্যবান অবদান রেখেছেন।
এই তারকা ফরোয়ার্ড গত বছর পিএসজির সঙ্গে একটি নতুন চুক্তিতে সই করেছিলেন। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন।
অবশ্য নেইমার প্যারিসে যাওয়ার পর থেকে ধীরে ধীরে ফর্মের অবনতি হয়েছে। সেই সঙ্গে চোটের সাথে তাঁর ধারাবাহিক লড়াই করতে হচ্ছে।
যদিও নেইমার নাকি পিএসজিতে ভালো আছেন। চলে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর। কিন্তু দলটির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস জানিয়েছেন, তারা নেইমারের চলে যাওয়ার দরজা খোলা রাখবেন।
এমবাপ্পের রিয়ালে চলে না যাওয়া সিদ্ধান্ত নেওয়া এবং পিএসজিতে আরও তিন বছর থাকার সিদ্ধান্ত ক্লাবে নেইমারের ভবিষ্যত নিয়ে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
নেইমার পিএসজি ছাড়লে বার্সাতে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও ক্যাম্প ন্যু-এর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা শুধু ফ্রি- ট্রান্সফারে তাঁকে আবার দলে নিতে পারে।
অবশ্য বর্তমান সময়ে নেইমারের চাওয়া পরিশ্রমিক মেটাতে পারে এমন একমাত্র ক্লাবটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল। গত অক্টোবরে সৌদি মালিকনায় চলে যায় ক্লাবটি। বর্তমান সময়ের সবচেয়ে ধনি ক্লাব এটি।