নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ইংল্যান্ড সফরে। সেখানে গিয়ে শুরুতেই দুঃসংবাদ পেল দলটি। কিউই দলটির তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, হেনরি নিকোলস, ব্লেয়ার টিকনার এবং বোলিং কোচ শেন জার্গেনসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার সাসেক্সের বিপক্ষে ম্যাচের আগে করোনা টেস্টে তাদের পজিটিভ আসে। তাদের পাঁচ দিন হোটেলে আইসোলেশনে থাকতে হবে।
পরীক্ষায় বাকিদের নেগেটিভ আসে। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, প্রয়োজন অনুসারে পর্যবেক্ষণে থাকবেন তারা।
সাসেক্সের বিপক্ষে ম্যাচের পর ফাস্ট ক্লাস কাউন্টি একাদশের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২৬ মে শুরু ম্যাচটি।
আগামী ২ জুন সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তিন টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১০ জুন নটিংহ্যামে শুরু হবে। তৃতীয় ও শেষ টেস্ট হেডিংলিতে শুরু ২৩ জুন থেকে।