SPORTS: নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতকে সুখবর দিল অস্ট্রেলিয়া, উচ্ছসিত ভারতীয় ফ্যানেরা

হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও জিততে পারেনি ভারত। এরপর থেকে জয়রথ ছুটছে ভারতের। জয়ের ধারাবাহিকতায় থাকা ভারত আজ সুখবর পেল অস্ট্রেলিয়ার জয়ে।

ওয়েলিংটনে আজ সকালে শেষ হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৭২ রানে। অস্ট্রেলিয়ার বিশাল ব্যবধানে জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুধুমাত্র ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে জায়গা অদলবদল হয়েছে। ১৭২ রানে হেরে যাওয়া নিউজিল্যান্ডের সাফল্যের হার ৭৫ শতাংশ থেকে নেমে গেছে ৬০ শতাংশে। শীর্ষস্থান থেকে কিউইরা নেমে গেছে দুইয়ে। তাতে ৬৪.৫৮ শতাংশ সাফল্যের হার নিয়ে শীর্ষে উঠল ভারত।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ১১ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার তিনে। অজিদের সাফল্যের হার ৫৯.০৯ শতাংশ। অস্ট্রেলিয়ার পরই চার নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৫০ শতাংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে গত বছরের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজ ড্র হয় ১-১ সমতায়। এ মাসের শেষে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দ্বিতীয় সিরিজ খেলবে। ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা একমাত্র সিরিজ খেলে গত বছরের জুন-জুলাইয়ে। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের ২ টিতে হেরে যাওয়া লঙ্কানরা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

বাংলাদেশের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ২২ পয়েন্ট পাকিস্তানের। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৬.৬৭ শতাংশ। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় পাকিস্তান। সেই সিরিজে স্লো-ওভার রেটের কারণে ২ ডিমেরিট পয়েন্ট পায় পাকিস্তান। ৬,৭ ও ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৭ মার্চ ধর্মশালায় পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই রানার্সআপ হয় ভারত। ২০১৯-২১ চক্রে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। গত বছর দ্বিতীয় চক্রে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয়রা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল

দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
ভারত ৮ ৬২ ৬৪.৫৮
নিউজিল্যান্ড ৫ ৩৬ ৬০
অস্ট্রেলিয়া ১১ ৭৮ ৫৯.০৯
বাংলাদেশ ২ ১২ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৪ ১২ ২৫
ইংল্যান্ড ৯ ২১ ১৯.৪৪
শ্রীলঙ্কা ২ ০ ০

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy