মহিলা হকি বিশ্বকাপে ঘটে গেলো এক অভিনব ঘটনা। তিনি মাঠে গোল করেই বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিককে। মাঠেরি অবোধ হলেন আলিঙ্গন ও চুম্বনে। নিমিষেই ভাইরাল হয়ে যায় চিলির তারকা খেলোয়াড় ফ্রান্সিসকো তালার ভিডিও।
ম্যাচ শেষে তালা বলেন ‘আমি আমার সতীর্থদের সাথে বাজি রেখেছিলাম যদি নেদারল্যান্ডের বিরুদ্ধে একটিও গোল করি তবে আমার প্রেমিককে বিয়ে করবো।। ‘যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় নেদারল্যান্ড। নেদারল্যান্ড চিলিকে ৩-১ গোলে হারিয়ে জিতে নেয় ম্যাচ।
প্রসঙ্গত, খেলার মাঠে এমন চমকে দেওয়া ঘটনা প্রায়ই ঘটে থাকে। মাঠে কখনো ফ্যানেরা প্রবেশ করে আবার কখনো হুট্ করে পাখি বা সারমেয়। আর সেই ঘটনা নেট দুনিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।