SPORTS: ক্লাব ছাড়তে চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আবেদন করলেন রোনাল্ড

রোনালদোর ছোটবেলার ক্লাব, ভালোবাসার ক্লাব। যে ক্লাবে যোগ দেওয়ার জন্যই তিনি একসময় ছেড়েছিলেন লোভনীয় অফার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার হয়ে গেলো মোহভঙ্গ।

ফুটবলের রেড ডেভিলদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়ে সরকারিভাবে ক্লাব ছাড়ার আবেদন জানালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

ট্রান্সফার রিকোয়েস্টে তিনি জানিয়েছেন ভালো কোনো প্রস্তাব পেলে ক্লাব কর্তৃপক্ষ যেন তাকে বিক্রি করে দেয়।

প্রসঙ্গত, পর্তুগালের নিম্নবিত্য পরিবারে জন্ম গ্রহণ করেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বাবা -মা এর চতুর্থ সন্তান হিসেবে জন্ম নেন আজকের এই ফুটবল সুপারস্টার। রোনাল্ডোর মা রান্না করতেন মানুষের বাড়িতে ও বাবা করতেন পুরসভার বাগান দেখা শোনার কাজ। নাম মাত্র বেতনেই চলতো ৬ জনের এই পরিবার। ঘরের এক কোনে ঘুমোতে হতো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও তার ভাই বোনেদের।

সেই নিম্নবিত্ত পরিবারের সন্তান ক্রিস্টিয়ানো রোনাল্ডোই এখন কোটি কোটি টাকার মালিক। পর্তুগালের অধিনায়ক ও জুভেন্টাসেরএই নামী খেলোয়াড়কে সারা বিশ্ব এখন চেনে এক নামেই। তিনি এখন কয়েকশ কোটি ডলারের মালিক। নেট মাধ্যম ছাড়াও এই তারকা লাইম লাইটে থাকতে পছন্দ করেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy