ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের মধ্যে সাইনা নেহওয়াল একজন জনপ্রিয় খেলোয়াড়। দুর্দান্ত খেলে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে আসা জাগিয়েছিলেন এই ব্যাডমিন্টন তারকা। কিন্তু অবশেষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। প্রথম গেম থেকেই জাপানের আয়া ওহরির বিরুদ্ধে ধুঁকতে থাকেন ভারতীয় শাটলার।
প্রথম গেমে ভালো খেলতে পাননি সাইনা নেহওয়াল। ১৩-২১ পয়েন্টে হেরে যান তিনি। তবে দ্বিতীয় গেমে ফিরে আসেন তারকা। ২১-১৫ পয়েন্টে জেতেন সাইনা। তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যেই হাড্ডাহাড্ডির লড়াই দেখা যায়। প্রথমে এগিয়ে থেকেও ২০-২২ পয়েন্টে তৃতীয় গেমে হেরে ম্যাচ হেরে যান সাইনা নেহওয়াল।
তার এই ম্যাচ হেরে যাওয়ায় দুঃখিত তার অনুরাগীরা। এখন সবাই অপেক্ষায় থাকবে তারকা সাইনার পরবর্তী টুর্নামেন্টের দিকে।