SPORTS: কালবৈশাখির তাণ্ডবে লন্ডভন্ড ইডেন গার্ডেন, এ মাঠেই অনুষ্ঠিত হবে আইপিএল প্লে-অফের দুটি ম্যাচ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ইডেন গার্ডেন। এ মাঠেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দুটি ম্যাচ। ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কিন্তু শনিবার আঘাত হানা কালবৈশাখির দাপটে উড়ে যায় ঢেকে রাখা অংশের অনেকটাই। ভেঙ্গে যায় প্রেস বক্সের তিনটি কাচও। যদিও কর্মকর্তারা আশাবাদী, আইপিএলের ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।

আইপিএলের প্লে-অফের আগে প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে রাজি নয় সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া এ সম্পর্কে বলেন, ‘ম্যাচের এখনো কয়েক দিন বাকি। ঝড়ের কোনো প্রভাব পড়ার কথা নয়।’

ইডেনে একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। একদিন পর এলিমিনেটরের লড়াই হবে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy