SPORTS: এমবাপ্পের পিএসজিতে থাকা নিয়ে যা বললেন অঁরি

রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্যারিস সেন্ট-জার্মেইতে থেকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর চুক্তি ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এমবাপ্পের সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি জানিয়েছেন, কেন এমবাপ্পেকে রাখাটা লিগ ওয়ান এবং ফরাসি জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে অঁরি গোল ডটকমকে বলেন, ‘এমবাপ্পের থাকার সিদ্ধান্ত ফরাসি ফুটবলের জন্য বিশাল। আমি মনে করেছিলাম সে চলে যাবে। সে তার মন পরিবর্তন করেছে। আমি জানি না ঠিক কি তার মন পরিবর্তন করতে বাধ্য করেছে। ফ্রান্সে সবাই, সবাই খুশি হয়েছে।’

প্রাক্তন এই ফুটবলার আরও বলেন, ‘আপনি যদি সফল হতে চান, আপনি তাঁকে যেতে দিবেন না। আমরা সবাই খুশি হয়েছি, সে ফ্রান্সে আছে।’

এদিকে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে ফরাসি ফরোয়ার্ড মোটা অঙ্কের বেতনে চুক্তি করেন। আগামী তিন বছর প্রতি মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন তিনি। সেই সঙ্গে ১০০ মিলিয়ন ইউরো সাইন-অন ফি পাবেন।

মার্কার খবরে জানা গেছে, মোটা অঙ্কের বেতনে চুক্ত হলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কেউই। তবে পিএসজি ফরাসি ফরোয়ার্ডকে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তিতে সই করিয়েছে বলে মনে করা হচ্ছে।

এমবাপ্পেকে দলে রাখতে প্যারিসের ক্লাবটিকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে একটি হল স্পেন, ইংল্যান্ড ও জার্মানির ক্লাবগুলোর তুলনায় পিএসজি যে ট্যাক্স দেয় তা উল্লেখযোগ্যভাবে বেশি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy