SPORTS: ইতালি নয়, এবার আর্জেন্টিনার হয়ে খেলবেন সেনেসি

কোপা আমেরিকা জয়ী এবং ইউরোজয়ী দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে মার্কোস সেনেসির নাম প্রকাশ করে আর্জেন্টিনা-ইতালি দুদলই। তাই এ নিয়ে আগ্রহ ছিল সবার। অবশেষে জানা গেল ইতালি নয় আর্জেন্টিনার হয়েই খেলবেন সেনেসি।

ইতালির বিপক্ষে ‘লা ফাইনালিসিমা’ ম্যাচের জন্য শুক্রবার রাতে ২৯ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেখানে রয়েছে সেনেসির নাম।

এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের হয়ে খেলেছেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। এমনকি কোরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি। সেখানে একটি গোলও করেছিলেন সেনেসি।

উল্লেখ্য, সান লরেঞ্জোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর নজরে আসেন মার্কোস সেনেসি। এরপর ২০১৯ সালে যোগ দেন ডাচ্‌ ক্লাব ফেইনুর্দে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy