SPORTS: ইংল্যান্ডের টি-টোয়েন্টি তারকাদের সামনে নতুন কোচের টেস্ট পরীক্ষা

অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম- আক্রমণাত্মক ক্রিকেটের প্রতিশব্দই বলা চলে দুজনকে। এবার ইংল্যান্ড টেস্ট দলের হয়ে জুটি বেঁধেছেন তারা। এ খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সবার আশা, টেস্ট ক্রিকেটেও এবার আক্রমণাত্মক ইংল্যান্ড দলকে দেখা যাবে।

সেটি সত্যিই দেখা যাবে কি না তা সময়ই বলে দেবে। তবে আপাতত টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদেরকেও টেস্টের পরীক্ষায় নামানোর পরিকল্পনা হাতে নিয়েছেন নতুন কোচ ম্যাককালাম। এরই মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ডেকেছেন তিনি।

জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোনের নাম উল্লেখ করে টি-টোয়েন্টির নিয়মিত খেলোয়াড়দের টেস্ট দলেও দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন ম্যাককালাম। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের টেস্ট দলের বেহাল দশা থেকে উত্তরণের জন্যই তার এমন ভাবনা।

সবশেষ অ্যাশেজে উইকেটরক্ষক হিসেবে খুবই বাজে ফর্মে ছিলেন বাটলার। তবে এবারের আইপিএলে তাকে সেরা ফর্মে দেখা যাচ্ছে। এরই মধ্যে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি হাঁকিয়েছেন বাটলার। এছাড়াও মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে তিনি আইপিএলের এক আসরে ৮০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।

মঈন আলি গত বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন। তবে এবারের আইপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। একই কথা প্রযোজ্য টেস্টে অনভিষিক্ত লিয়াম লিভিংস্টোনের ক্ষেত্রেও। ২০১৮-১৯ মৌসুমে ক্যারিবীয় সফরের পর টেস্ট না খেলা আদিল রশিদ নিজেকে সাদা বলের ক্রিকেটেই ব্যস্ত রেখেছেন।

এসব টি-টোয়েন্টি তারকাদের ব্যাপারে ম্যাককালাম বলেছেন, ‘জস বাটলার এমন একজন খেলোয়াড়, যার দিকে তাকালে আপনি এ কথা ভাবতে বাধ্য যে, একজন ব্যাটার কী করে এক ফরম্যাটে (টি-টোয়েন্টি) এতো দাপুটে ব্যাটিং করে কিন্তু অন্য ফরম্যাটে (টেস্ট) এদিক-সেদিক কিছু রান ছাড়া তেমন ছাপ রাখতে পারে না!’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের হাতে অনেকজন আছে যাদের সত্যিকারের প্রতিভা রয়েছে এবং সঠিক সুযোগ পেলে তারা অনেক ভালো করবে। আপনি টি-টোয়েন্টিতে ভালো হলে টেস্টেও ভালো না করার কারণ নেই। সেই একই স্কিল টেস্টে নিয়ে আসতে হবে শুধু। এখন দেখার বিষয় সেটি কীভাবে করা যায়।’

অন্যদের ব্যাপারে ম্যাককালাম বলেছেন, ‘আমরা এ বিষয়েও দেখবো। আমি নিশ্চিত মঈন যদি চায় এবং নিজেকে প্রস্তুত মনে করে তাহলে অবশ্যই সে চ্যালেঞ্জটা নেবে। আদিল সারা বছর সব খেলবে কি না নিশ্চিত নই। তবে তারা যদি সেরা ফর্মে থাকে তাহলে অবশ্যই কথা বলে আলোচনা এগিয়ে নেবো।’

২০১৮ সালের নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ডাক পেলেও ধীরে ধীরে টি-টোয়েন্টিতেই নাম কুড়িয়েছেন লিভিংস্টোন। তার বিষয়ে ম্যাককালাম বলেছেন, ‘টেস্ট সম্পর্কে তার ইচ্ছা কী এ বিষয়ে কথা বলতে হবে। সে নিজে যদি খেলতে আগ্রহী হয় তাহলে তাকে অবশ্যই বিবেচনা করা হবে।’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy