SPORTS: আর্জেন্টিনা নিয়ে সূক্ষ্ম খোঁচা মারলেন নেইমার, যা বলেছেন তিনি

গত পরশু ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর আর্জেন্টিনার আনন্দ ছিল বাঁধভাঙা।

গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা। এবার ফিনালিসিমার শিরোপা নিজেদের করে নেয় তারা। গত ১১ মাসের মধ্যে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা।

২০২০ সালের ইউরোপীয়ান ট্রফি জয় করা ইতালির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর ড্রেসিংরুমে আনন্দ উদযাপনে ফেটে পড়ে আর্জেন্টিনা। গান গেয়ে, নেচে সময়টাকে উপভোগ করে দু’বারের চ্যাম্পিয়নরা। গান গাবার সময়, ব্রাজিলের প্রসঙ্গ টেনে আনে আর্জেন্টিনার খেলোয়াড়রা। কোপাতে ব্রাজিলকে হারানোর স্মৃতি মনে করিয়ে দেয় তারা।

আর্জেন্টিনার নাচ-গানের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা চোখে পড়েছে ব্রাজিলের সুপার স্টার নেইমারের। তাই ইনস্টাগ্রামে নিজের অভিমত তুলে ধরেন তিনি। আর্জেন্টিনাকে খোঁচা মারতে ভুল করেননি নেইমার।

বৃৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে জয় পায় ব্রাজিল। ঐ ম্যাচে দুই গোল করেন নেইমার। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘তারা কি বিশ্বকাপ জিতে গেছে।’

২৯ বছর পর এবার মাঠে গড়ায় ফিনালিসিমা। ১৯৮৫ ও ১৯৯৩ সালের পর এই প্রথম মুখোমুখি হলো কোপা ও ইউরোজয়ী দুই দল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy