SPORTS: আইপিএল ফাইনালে টানা ৫ বার অশ্বিনের হার

এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে? রবিচন্দ্র অশ্বিন আইপিএলে যে দলে খেলেন, সে দল যেন ফাইনালে উঠবেই। এতটুকু চিন্তা করলে যে কেউ বলবে, এটা তো সুখের খবর। দুর্ভাগ্যের কী আছে?

কিন্তু সৌভাগ্যের সঙ্গে যে দুর্ভাগ্য লেখা থাকে, তা অশ্বিন ছাড়া আর কে বেশি বুঝতে পারবে? এ নিয়ে টানা ৫টি আইপিএলের ফাইনাল খেলেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৫বারই পরাজিত দলের সদস্য অশ্বিন।

এবারের ফাইনালে অশ্বিন ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ৩ ওভার বল করেছেন। ১০.৬৬ ইকনোমি রেটে রান দিয়েছেন ৩২টি। কোনো উইকেট তো পানই’নি। ব্যাট হাতেও ছিলেন মন্থর গতির। ৯ বলে করেছিলেন কেবল ৬ রান।

তবে অশ্বিনের টানা আইপিএল ফাইনালে হারের সংখ্যা পাঁচ নয়, ছয়টিই হতো। যদি ২০১৭ সালে আইপিএলের ফাইনালে রাইজিং পুণে সুপার জায়ান্টস ফাইনালে উঠলেও চোটের কারণে না খেলতেন অশ্বিন! তবুও, তার দল তো সেবারও হেরেছে। সে হিসেবে টানা ৬বার বলাই যায়!

শুরুটা হয়েছিল ২০১২ সালে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আইপিএলের ফাইনালে হেরে মাঠ ছাড়তে হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। তখন থেকে ভারতের এই অফস্পিনারকে টানা পাঁচবার আইপিএলের ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে। ২০১৭সহ ধরলে ৬বার।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy