গ্রুপপর্বে এবারের আইপিএলের শেষ ম্যাচ। প্লে-অফের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ আর পাঞ্জাব কিংসের। গুরুত্বহীন এক ম্যাচে মুখোমুখি দুই দল।
এমন ম্যাচে টস জিতেছেন হায়দরবাদের ভারপ্রাপ্ত অধিনায়ক ভুবনেশ্বর কুমার। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাঞ্জাব আর হায়দরাবাদ-দুই দলেরই সমান ১৩ ম্যাচে ৬ জয়ে সমান ১২ পয়েন্ট। অর্থাৎ আজ যে দল জিতবে, তারা এগিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করবে।
পাঞ্জাব একাদশ
জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উকেটরক্ষক), শাহরুখ খান, হারপ্রিত ব্রার, নাথান এলিস, কাগিসো রাবাদা, প্রিরক মানকড়, অর্শদীপ সিং।
হায়দরাবাদ একাদশ
অভিষেক শর্মা, প্রিয়াম গার্গ, রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), ফজলহক ফারুকি, উমরান মালিক, জে সুচিথ।