SPORTS: আইপিএলের ফাইনাল শেষে কে কত পেলেন? জেনেনিন একনজরে

গুজরাট টাইটানসের শিরোপা জয়ের মাধ্যমে দুই মাস দীর্ঘ আইপিএলের পর্দা নামল গতকাল। টুর্নামেন্টের ফাইনালে গতকাল রোববার রাতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাগত গুজরাট।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য গুজরাট পেয়েছে ২০ কোটি টাকা। অন্যদিকে, রানার্সআপ হওয়া রাজস্থান পেয়েছে ১৩ কোটি টাকা। এ ছাড়া খেলোয়াড়েরা পেয়েছেন নানা পুরস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন রাজস্থানের ইংলিশ তারকা জস বাটলার।

এক নজরে দেখে নেওয়া যাক কে কত পেলেন—

চ্যাম্পিয়ন : গুজরাট টাইটানস (২০ কোটি)।

রানার্সআপ : রাজস্থান রয়্যালস(১৩ কোটি)।

তৃতীয় স্থান : র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সাত কোটি )।

ফাইনাল সেরা খেলোয়াড় : হার্দিক পান্ডিয়া (৫ লাখ )।

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট): যুজবেন্দ্র চাহাল (১০ লাখ)।

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : জস বাটলার (১০ লাখ)।

গেম চেইঞ্জার অব দ্য সিজন : জস বাটলার (১০ লাখ)।

সর্বোচ্চ ছক্কা : জস বাটলার (১০ লাখ)।

সর্বোচ্চ চার : জস বাটলার (১০ লাখ)।

সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : দিনেশ কার্তিক ( গাড়ি)

সবচেয়ে গতির বোলিং : লকি ফার্গুসন (১ লাখ)

ক্যাচ অব দ্য সিজন : এভিন লুইস (১০ লাখ)

পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন : জস বাটলার (১০ লাখ)।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy