Smart Phone-বিস্ফোরণের ৫ কারণ, জেনে নিয়ে আজই সাবধান হন

প্রায়ই স্মার্টফোন বা মুঠোফোন বিস্ফোরণের খবর শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে; তেমনই ঘরে থেকেও হয়েছে। আচমকাই চোখের সামনে দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। এতে হতাহতের খবরও পাওয়া যায়।

তবে জানেন কি, কেন স্মার্টফোন বিস্ফোরণ হয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেসব-

> ফোনের ব্যাটারি বিস্ফোরণের প্রথম কারণ হলো, আসল চার্জার ব্যবহার না করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাচিয়ে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই কোম্পানির চার্জারই কিনুন। এতে আপনার ফোন অনেকদিন সুরক্ষিত থাকবে।

> বেশিরভাগ মানুষই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন সেট বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

> তরল পদার্থ থেকে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনোভাবে জল বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন।

> হাত থেকে ফোন পড়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। মাঝেমধ্যেই এমনটি ঘটে। তবে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া স্ক্রিনও দীর্ঘদিন ব্যবহার করেন অনেকে। এ ভুল কখনোই করবেন না।

> ফোনের ব্যাটারি খারাপ হওয়ার আরেকটি কারণ হলো অনুমোদনহীন সার্ভিস সেন্টারে ফোনের কাজ করানো। অনেকেই কম খরচে সার্ভিসিং করান। এতে ফোন সেটের ভালোর চেয়ে খারাপই বেশি হয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy