SCHOOL : শিক্ষার্থীদের পড়া শেখাতে নতুন উদ্যোগ, শুরু হতে চলেছে ‘পঠন উৎসব’

বাংলায় এমনিতেই পালিত হয় একাধিক উৎসব আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ‘পঠন উৎসব’। বাংলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে শুরু হতে চলেছে পঠন উৎসব। সম্প্রতি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডিরেক্টর ‘রিডিং ফেস্টিভ্যাল’ বা পঠন উৎসব চালুর বিষয়ে নির্দেশিকা জারি করেছেন।

জারি করা ওই নবীরদেশিকে জানানো হয়েছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় নিয়ম করে এলাকার শিক্ষানুরাগী মানুষজন ও অভিভাবকদের সামনে শিক্ষার্থিদের পঠন দক্ষতা প্রদর্শন করতে হবে। আর এই উৎসব আয়োজনের জন্য প্রত্যেক বিদ্যালয়কে দেওয়া হবে ১০০০ টাকা।

শিক্ষার্থিদের পড়াশোনার উন্নতির জন্য সরকারের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে শিক্ষক -শিক্ষিকাদের সমস্ত সংগঠন।

করোনা কালে দীর্ঘদিন পঠন -পাঠন বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থি তাদের পাঠ ভালো করে পড়তে পারছে না। কবিতার বই পড়তে গিয়ে ঘাম ছুটছে তাদের। তাই তাদের পাঠ শেখাতে সরকারের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy