RUSHvsUKR: রুশ সেনাকে পিছু হটাতে যে যে পদক্ষেপ নিচ্ছে ইউক্রেন, জেনেনিন বিস্তারিত

ন্যাটোর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত লাখো সদস্যের একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে ইউক্রেন। যাতে করে দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা নিজেদের এলাকা মুক্ত করা যায়।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের অর্থনীতির জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এলাকাগুলো পুনর্দখল করা জরুরি।

পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে যখন রুশ সেনারা ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে এবং ভূখণ্ড দখল করে চলেছে তখন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানালেন।

দৈনিক পত্রিকা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজনিকভ সহযোগিতার জন্য যুক্তরাজ্যের প্রশংসা করেছেন। যুক্তরাজ্য দেশটিকে সোভিয়েত আমল থেকে শুরু করে ন্যাটো মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সরবরাহ করেছে। যা দেশটির প্রতিরক্ষায় বড় ধরনের ভূমিকা রেখেছে।

তবে তিনি আরও বলেছেন, এসব অস্ত্রের সরবরাহের গতি আরও বাড়ানো প্রয়োজন।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের সেনাদের জীবন রক্ষার জন্য এসব অস্ত্র দ্রুত প্রয়োজন। প্রতিদিন আমরা হাউইটজারের জন্য অপেক্ষা করছি। আমরা প্রতিদিন শ’খানেক সেনাকে হারাতে পারি।

রেজনিকভ বলেন, আমাদের সেনাবাহিনীতে সাত লাখের মতো সদস্য রয়েছে। এর সঙ্গে ন্যাশনাল গার্ড, পুলিশ, বর্ডার গার্ড যুক্ত করলে আমরা দশ লাখের মতো শক্তিশালী।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy