RUSHvsUKR: রুশ আগ্রাসনে নিহত ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক, যুদ্ধ চলছে এখনো

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। রুশ আগ্রাসনে ইউক্রেনের স্থানীয় সময় ৩০ মে মধ্যরাত পর্যন্ত ৪ হাজার ১১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) বলছে, রুশ হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৪ হাজার ৯১৬ জন। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ওএইচসিএইচআর বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। কেননা, কয়েকটি অঞ্চল থেকে এখনো প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি। হতাহতদের বেশির ভাগ বিস্ফোরক অস্ত্র, ভারী কামান, একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনে গত কয়েক মাসের রুশ আগ্রাসনে হাজারও মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy