RUSHvsUKR: রাশিয়া-ইউক্রেনের বন্ধুত্বের নিদর্শন, ভেঙে ফেললো স্থানীয় প্রশাসন

একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়া-ইউক্রেনের। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভে দাঁড়িয়ে ছিল বিশাল এক ভাস্কর্য। কিন্তু রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় সেই সম্পর্ক আর নেই। আর সেই ভাস্কর্যটিও ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন।

পশ্চিমা সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, রাজধানী কিয়েভের কেন্দ্রে বিশাল স্মৃতিস্তম্ভটি সরানোর নির্দেশ দেন শহরের মেয়র ভিটারি ক্লিটসকো।

তিনি বলেন, রাশিয়া লাখ লাখ ইউক্রেনীয়র স্বাভাবিক জীবন শেষ করে দিয়েছে এবং ইউরোপের শান্তি নষ্ট করেছে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক রাখা যায় না।

ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকে বাসিন্দা। এমন দৃশ্য দেখার জন্যই তারা জড়ো হয়েছিলেন। ভাঙার পর এদের কেউ কেউ উল্লাসে মেতে ওঠেন।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy