RUSHvsUKR: “যুদ্ধে প্রতিদিন ৬০-১০০ সেনা হারাচ্ছে ইউক্রেন” জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের ৬০ থেকে ১০০ সেনা নিহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া দিনে প্রায় ৫০০ সেনা আহত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

আজ বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, নিজেদের ভূমি রক্ষা করতে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র চেয়েছে, রাশিয়ার ভূমিতে আক্রমণ করতে নয়।

জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়ায় কী ঘটছে, সে ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা শুধু আমাদের নিজের ভূমি ইউক্রেনে কী ঘটছে তাতে আগ্রহী।’

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, কিয়েভকে দূরপাল্লার উন্নত রকেট ব্যবস্থা দিতে বাইডেন প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সেসব প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাশিয়ার ভূমিতে আঘাত হানতে সক্ষম এমন কোনো অস্ত্র ইউক্রেনকে সরবরাহের ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন।

ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনকে এমন কোনো ধরনের অস্ত্র সরবরাহ হবে পরিস্থিতিকে অগ্রহণযোগ্য অবনতির দিকে নিয়ে যেতে গুরুতর পদক্ষেপ।

ল্যাভরভের ওই সতর্কতার পর দুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারবে এমন কোনো রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy