RUSHvsUKR: যুদ্ধে এখনো পর্যন্ত ২৩ হাজার রুশ সেনা নিহত, আরও মরবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। সামনের সপ্তাহগুলোতে আরও মারা যাবে।

এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে ২৩ হাজারের বেশি সেনা হারিয়েছে।

এ আগ্রাসনকে তিনি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন।ভিডিওতে তিনি আরও দাবি করেন, ইউক্রেন রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে। ধ্বংস করেছে অন্তত দুইশ’র মতো যুদ্ধবিমান। এ ছাড়া দুই হাজার পাঁচশ’র মতো সামরিক যান হারিয়েছে মস্কো।

জেলেনস্কি আরও বলেন, সামনের সপ্তাহগুলোতে আরও হাজার হাজার রুশ সেনা নিহত ও আহত হবেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy