রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দাবি, কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে। অন্যদিকে ইউক্রেন বলছে, ওই যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
রুশ সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে ধরা হয় ৫১০-ক্রু-এর মিসাইল ক্রুজার মস্কভাকে। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এ যুদ্ধজাহাজটি।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে মস্কোর পক্ষ থেকে হামলার ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। তারা বলছে, আগুন লাগার পর ঝড়ো আবহাওয়ায় জাহাজটি ডুবে যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজে থাকা গোলাবারুদে বিস্ফোরণ ঘটে। এরপরই সেখানে থাকা সবাইকে নিকটবর্তী রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়।