RUSHvsUKR: জলের মতো ঢালছে টাকা আমেরিকা, ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার সাহায্য করেছে যুক্তরাষ্ট্র

রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনকে সর্বশেষ দেড়শ মিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার পর দেশটির মোট মার্কিন সহায়তার পরিমান ৩৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায় বলে বিঙ্কেন জানান।

এক বিবৃতিতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বিঙ্কেন বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য কার্যকরভাবে ব্যবহার করা অস্ত্র সরবরাহ করতে থাকব।

অন্যদিকে, ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ল্যামব্রেখট।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মারণাস্ত্র পাঠাত না জার্মানি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ নীতি থেকে সরে এসেছে জার্মানি।

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যপারটি নিশ্চিত করে জার্মান চ্যান্সেলর টুইটারে জানিয়েছিলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে। যতটুকু সম্ভব, যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy