RUSHvsUKR: ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন-আমেরিকা, হুঁশিয়ারি দিলো রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্রদের আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কো থেকে পাঠানো এক কূটনৈতিক নোটে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এ নোটের দুই পৃষ্ঠার একটি কপি মার্কিন গণমাধ্যমের হাতে এসেছে। আর সেটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে ওয়াশিংটনের রুশ দূতাবাস।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ওই কূটনৈতিক নোটে বলা হয়, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সরবরাহ সংঘাতকে উসকে দিচ্ছে। এর ফলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবিসি বলছে, গত মঙ্গলবার এ কূটনৈতিক নোট পাঠানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে। ওই সময়ই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা পাঠানো হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে ৮০ কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রুশ হুঁশিয়ারিকে তাদের একটি স্বীকারোক্তি হিসেবে দেখা যেতে পারে যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক সহায়তা ইউক্রেনে কার্যকর ভূমিকা রাখছে।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy