RUSHvsUKR: ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৩ জন

ইউক্রেনের মধ্যাঞ্চলের ক্রেমেনচুক শহরের একটি ব্যস্ততম শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে অ্যামস্টোর নামের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। সেসময় কেনাকাটায় ব্যস্ত ছিলেন প্রায় এক হাজার মানুষ। হামলার পর মুহূর্তের মধ্যে গোটা শপিংমলে আগুন ছড়িয়ে পরে বলে কয়েকজন ভবনের ভিতরে আটকা পরে মারা যান।

দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও ইউক্রেনের সেনারা। এ হামলাকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

এটিকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন জি-সেভেন নেতারা। যুদ্ধের শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy