RUSHvsUKR: ইউক্রেনের লাইমান শহরটি এবার রাশিয়ার দখলে, সেখানে অন্তত ২০ হাজার মানুষের বসবাস

রুশ সেনারা দাবি করেছে, গত শনিবার তাঁরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমান দখল করে নিয়েছে। একই সঙ্গে সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর দুটির ওপর হামলা জোরদার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিট ও রাশিয়ার সশস্ত্র বাহিনী যৌথভাবে আক্রমণ চালিয়ে লাইমান শহরটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে।

উল্লেখ্য, দোনেৎস্ক অঞ্চলটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

লাইমান শহরে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করেন। এটি একটি পুরোনো শহর। শহরটি ক্র্যাসনি লাইমান নামে পরিচিত।

এদিকে গতকাল রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই যুদ্ধে দখলদাররা অন্তত কিছু ফল বের করার চেষ্টা করছে। কিন্তু তাদের অনেক আগেই বোঝা উচিত ছিল যে আমরা শেষ মানুষের জীবন দিয়ে হলেও আমাদের ভূমি রক্ষা করব।’

জেলেনস্কি আরও বলেন, ‘খারকিভ অঞ্চলের এক-তৃতীয়াংশ রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। আমরা পুরো এলাকা মুক্ত করবই করব। রুশদের হামলা প্রতিরোধ করার জন্য আমাদের যা যা করা সম্ভব, আমরা তা করছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সশস্ত্র হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভ ছেড়ে কোথাও যাননি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার তিনি প্রথমবারের মতো খারকিভ পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানকার নিরাপত্তা প্রধানকে চাকরিচ্যুত করেছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy