‘মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া’! জেনেনিন কতটা ভয়ঙ্কর এই অস্ত্র

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ভারি অস্ত্রের ব্যবহার করছে। এরমধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবারিক বোমা ব্যবহার করছে।

এ ব্যাপারে নিজের সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারি অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।অন্যদিকে রাশিয়াও মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবারিক বোমা যেটি ব্যপক ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র।

এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোও অভিযোগ করেছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত।

এই থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যন্য বিস্ফোরক থেকে ভয়ংকর।

আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটায়।

বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়ীত্বও থাকে বেশি।

এগুলো বেশিরভাগ সময় টানেল, বাঙ্কার এবং গুহার ভেতর থাকা শত্রুপক্ষতে ঘায়েল করতে ব্যবহার করা হয়।

তবে ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy