‘RRR’ ফের করলো নতুন রেকর্ড, উচ্ছসিত NETFLIX কর্তৃপক্ষ

কোন ভারতীয় সিনেমা সবচেয়ে বেশি দেখা হয়েছে ? তার উপর ভিত্তি করে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে তাদের হিসেবে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমার নাম হলো রাজামৌলি পরিচালিত ‘RRR ‘। এখনো পর্যন্ত মাজত দর্শক এই সিনেমাটি দেখেছেন তাদের সময় যোগ করলে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তা রীতিমত সকলের কাছে ঈর্ষণীয়।

পরিসংখ্যানে দেখা গেছে প্রায় সাড়ে ৪ কোটি ঘন্টা চলেছে এই ছবিটি। শুধু তাই নয় এখনো এই সিনেমাটি বিপুল পরিমানে মানুষ দেখছে এই সিনেমা।

ভারতে দক্ষিণী ভাষার ছবির দাপট অব্যাহত। বলিউডকে এখন চোখ রাঙানি দেখাচ্ছে তারা। ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘আরআরআর’-এর পর এবার ‘কেজিএফ চ্যাপ্টার ২’। দক্ষিণ ভারতের ছবির প্রতি যেভাবে আগ্রহ বাড়ছে হিন্দি বলয়ের দর্শকদের, তাতে কপালে চিন্তার ভাঁজ হিন্দি ছবির নির্মাতাদের।

ভারতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর ঝড় এখনও অব্যাহত। এরই মধ্যে গোটা বিশ্বে এক হাজার কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি। তারই মাঝেই আছড়ে পড়বে রকিং স্টার যশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সুনামি। কাজেই, দক্ষিণী ছবির সাঁড়াশি চাপে নাজেহাল বলিউড।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy