বিয়ে বাড়িসহ বিভিন্ন উৎসব-আয়োজনে আস্ত মুরগির মোসাল্লাম রান্না করা হয়। এর স্বাদ জিভে লেগে থাকার মতো। তবে অনেকেই হয়ত ভাবেন, আস্ত মুরগির মোসাল্লাম ঘরে তৈরি করাটা সহজ নয়। তবে চেষ্টা করতে তো কোনো দোষ নেই।
চাইলেই সময় করে কিছু উপাদান জোগাড় করেই তৈরি করে নিতে পারেন মোরগ মোসাল্লাম। আস্ত মুরগি দিয়ে তৈরি মোসাল্লামের প্রতি পদে পদে থাকে মশলা মাখানো। তবে আর দেরি কেন? জেনে নিন মোরগ মোসাল্লামের রেসিপি-
উপকরণ:
১. আস্ত মুরগি ১ টি (১ কেজি অথবা দেড় কেজি)
২. পেঁয়াজ বাটা আধা কাপ
৩. মরিচ গুঁড়ো ১ চা চামচ
৪. ধনে গুঁড়ো ১ চা চামচ
৫. জিরা গুড়ো ১ চা চামচ
৬. গরম মশলা গুড়ো আধা চা চামচ
৭. আদা বাটা ১ চা চামচ
৮. রসুন বাটা ১ চা চামচ
৯. কাঠ বাদাম বাটা ২ টেবিল চামচ
১০. কিসমিস বাটা ১ চা চামচ
১১. জায়ফল বাটা অর্ধেকটা
১২. চিনি আধা চা চামচ
১৩. তেল ও ঘি মিলিয়ে ১ কাপ
১৪. জল ১ কাপ
১৫. কাঁচামরিচ ৪/৫ টি আস্ত
১৬. কেওড়া জল আধা চা চামচ
১৭. লবণ স্বাদমতো
মেরিনেশনের জন্য:
১. টকদই ২ টেবিল চামচ
২. মরিচ গুঁড়ো ১ চা চামচ
৩. আদা বাটা আধা চা চামচ
৪. রসুন বাটা আধা চা চামচ
৫. লবণ সামান্য
পদ্ধতি
পরিষ্কার করে নেওয়া আস্ত মুরগির গায়ে প্রথমে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এতে মশলা ভালোভাবে ঢুকবে। এবার মুরগির পা দুটি সুতা দিয়ে বেঁধে দিন, তাহলে আকার ঠিক থাকবে।
এরপর মেরিনেশন করতে হবে নির্দিষ্ট মশলাগুলো দিয়ে। মুরগির গায়ের দাগ কাটা স্থানগুলোতে হাত দিয়ে মশলা ঢুকিয়ে দিন। এখন আধা ঘণ্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন।
আধা ঘণ্টা পর একটি প্যানে তেল ও ঘি গরম করে আস্ত মুরগিটি ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে মুরগি তুলে আলাদা একটি পাত্রে রাখুন।
এবার সব উপকরণ (কেওড়া জল, কাঁচামরিচ ও জল বাদে) ভালো করে মিশিয়ে প্যানে থাকা তেলের মধ্যেই ঢেলে দিন। মাঝারি আঁচে মশলা কশিয়ে নিন। তেল উপরে উঠে আসলে জল ও কাঁচামরিচ একটু নেড়েচেড়ে দিন।
কিছুক্ষণ পর ভেজে রাখা মুরগি দিয়ে দিন। ভালো করে মুরগির গায়ে মাশলাগুলো লাগিয়ে রাখুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মুরগির দুই পাশ ভালো করে নেড়ে দিন।
মুরগি সেদ্ধ হয়ে, ঝোল গাঢ় হয়ে তেল উপরে উঠে আসলে কেওড়া জল দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ৫ মিনিট পর চুলা বন্ধ করে মুরগি নামিয়ে নিন।
এরপর মুরগির রানের সুতা কেটে দিন। টমেটো, লেটুস পাতা, লেবু ইত্যাদি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ মোসাল্লাম।