“RCB-র নাম বিকৃতি করে বিজ্ঞাপন?”- আদালতের দ্বারস্থ কোহলিদের ফ্রাঞ্চাইজি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নাম বিকৃতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় এবার ভারতের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার এই মামলার প্রথম দফার শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে, উচ্চ আদালত আপাতত রায় স্থগিত রেখেছেন।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে সানরাইজার্স হায়দরাবাদের স্পন্সর প্রতিষ্ঠান উবার মোটোর একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। ‘ব্যাডিজ ইন বেঙ্গালুরু’ শীর্ষক ৫৯ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে হায়দরাবাদ দলের তারকা ক্রিকেটার ট্রাভিস হেডকে দেখা যায়। বিজ্ঞাপনে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ লেখা একটি সাইনবোর্ডে স্প্রে পেন্ট করে তিনি লেখেন ‘রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু’। আরসিবির অভিযোগ, এই বিজ্ঞাপনের মাধ্যমে তাদের দলের নাম বিকৃত করা হয়েছে।

আদালতে বিষয়টি উত্থাপন করে আরসিবির আইনজীবী বলেন, হায়দরাবাদের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান উবার মোটো ইচ্ছাকৃতভাবে আরসিবির নাম বিকৃত করেছে। তিনি প্রশ্ন তোলেন, বিজ্ঞাপন তৈরির জন্য তো অসংখ্য উপায় রয়েছে, তাহলে কেন একটি প্রতিষ্ঠিত ক্রিকেট দলের নাম নিয়ে এভাবে টানাটানি করা হবে?

তবে, উবারের আইনজীবী এর পাল্টা যুক্তি দেন। তিনি দাবি করেন, আরসিবি সাধারণ মানুষের রসবোধকে উপেক্ষা করছে। এই বিজ্ঞাপনের মূল বার্তা হলো, বেঙ্গালুরুর ভয়াবহ ট্র্যাফিক জ্যামকে পরাজিত করতে সকলে যেন উবার মোটো ব্যবহার করেন। বিজ্ঞাপনে আরসিবিকে কোনো খারাপ বার্তা দেওয়া হয়নি। কেবল ট্রাভিস হেডের পারফরম্যান্সের কারণে আরসিবির ‘মাথাব্যথা’ বাড়তে পারে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। অতীতে সংবাদমাধ্যমে যেভাবে আরসিবিকে নিয়ে লেখা হয়েছে, তার ভিত্তিতেই এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে বলে জানান উবারের আইনজীবী।

দুপক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত এই বিষয়ে রায় স্থগিত রাখা হচ্ছে। তবে, কোনো পক্ষের কাছ থেকেই নতুন করে আর কোনো বক্তব্য শোনা হবে না। আদালত দ্রুতই এই বিষয়ে তাদের চূড়ান্ত রায় ঘোষণা করবে। এখন দেখার বিষয়, দিল্লি হাইকোর্ট এই নাম বিকৃতির অভিযোগকে কতটা গুরুত্ব দেয় এবং তাদের রায় কোন দলের পক্ষে যায়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy