
ছেলে হাতে মোবাইল পেয়ে PUB-G ও ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পরে। বারবার বারণ করা সত্ত্বেও শোনেনিন মায়ের কথা। মা প্রায়ই গেম খেলা নিয়ে সন্তানকে বকা দিতেন। তাতে কাজ না হওয়ায় ছেলে কে মারধর করে শাসন করেন মা। মার্ খাওয়ার পর সেই রাগেই মায়ের মাথায় গুলি করে খুন করলো ১০ম শ্রেণীর ছাত্র।
ঘটনাটি ঘটেছে লখনৌয়ের পঞ্চম খেদা যমুনাপুরম কলোনিতে। মৃত ওই মহিলার নাম সাধনা সিংহ।, তার বয়স ৪০। ১৬ বছরের অভিযুক্ত ওই কিশোর খুন করার পর ৩ দিন ধরে ঘরের ভেতরেই লুকিয়ে রেখেছিলক তার মা কে। সেই সাথে তার ছোট বোনকে হুমকি দেয় যদি সে পুলিশকে খবর দেয় তাহলে সে তাকেও খুন করবে।
প্রসঙ্গত, এমন রোমহর্ষক ঘটনা ঘটছে প্রায়ই। অনেক অভিভাবক চাইছে ভয়ানক এই গেম গুলোকে ভারত সরকারের পক্ষ থেকে ব্যান করা হোক। তবে মনোবিদদের কথায় কম বয়সে ছেলে -মেয়ের হাতে মোবাইল না দেওয়াই সবথেকে ভালো। বাড়ির মোবাইল দিলেও প্লে -স্টোর
লক করে রাখা প্রয়োজন যাতে আড়ালে আপনার সন্তান কোনোরকম মানসিক বিপর্যয় সেটি করি এই ধরণের গেম ডাউনলোড করতে না পারে। আপনার সন্তানের ভালো চাইলে আজ থেকেই অবলম্বন করুন এই উপায়।