OTT SPORTS: বিশ্ব বিখ্যাত কোহিনূর হীরা ফেরত চাইলেন গাভাস্কার! সতীর্থকে দিলেন বার্তা

সেই ১৮৫০ সালে ভারতবর্ষ থেকে কোহিনূর হীরা নিয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কম্পানি। সেই হীরা ব্যবহার করতেন ব্রিটিশ রানি ভিক্টোরিয়া। মহামূল্যবান সেই হীরা হারানোর শোক ভারতবর্ষ এখনো ভুলতে পারেনি। তাই চলতি আইপিএলেও উঠে এলো কোহিনূর হীরার প্রসঙ্গ।

ধারাভাষ্য দেওয়ার সময় নাকি ব্রিটিশ ধারাভাষ্যকারের কাছ থেকে সোজা কোহিনূর হীরা চেয়ে বসেছেন ভারতের সুনীল গাভাস্কার!
গতকাল রবিবার রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের হাড্ডাহাড্ডি ম্যাচ চলাকালীন টিভি স্ক্রিনে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ দেখানো হচ্ছিল। পর্যটকদের অতিপ্রিয় এই জায়গাটি রাতের অন্ধকারে হয়ে উঠেছিল মোহময়ী। মায়ানগরী মুম্বাইয়ের এই রূপ দেখে মুগ্ধ হয়ে এর সঙ্গে ব্রিটেনের রানি এলিজাবেথের নেকলেসের তুলনা করেন গাভাস্কার। সহধারাভাষ্যকার ইংল্যান্ডের অ্যালান উইলকিন্সের সঙ্গে একচোট মজাও করে নেন তিনি।

অ্যালানের উদ্দেশে গাভাস্কার বলেন, ‘আমরা এখনো কোহিনূর হীরার অপেক্ষায় বসে আছি। ‘ গাভাস্কারের কথায় দুজনই হেসে ফেলেন। এরপর গাভাস্কার আবারও জিজ্ঞেস করেন, ব্রিটিশ সরকারের সঙ্গে অ্যালানের কোনো যোগাযোগ আছে কি না এবং অ্যালানের অনুরোধে অমূল্য সেই হীরা ভারতবর্ষে কোনোভাবে ফেরত আনা যেতে পারে কি না? গাভাস্কার রসিকতার ছলে আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ভারতের দীর্ঘদিনের একটা বড় দাবিকেই তুলে ধরেছেন। যা ইংলিশদের জন্য অস্বস্তির কারণ হতে পারে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy