এবারের আইপিএলে সম্পূর্ণ নতুন দল গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিজেদের অভিষেক আসরেই চমক সৃষ্টি করে চলেছে গুজরাটের দলটি। এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয়ী। পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস কিংবা লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে তারা।
৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেও রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স রান রেটের ব্যবধানে পেছনে ফেলেছে গুজরাটকে। যদিও হার্দিক পান্ডিয়াদের চেয়ে রাজস্থান এবং কেকেআর ম্যাচ খেলেছে বেশি।
আজ নিজেদের চতুর্থ ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স। আগের তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে হায়দরাবাদের দলটি। আজ কী তারা পারবে গুজরাটের জয়রথ থামিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে? নাকি জয়রথ অব্যাহত রেখে আবারও শীর্ষে উঠবে হার্দিক পান্ডিয়ার দল।
প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে হায়দরাবাদ। জয়ের এই রেশ তারা আজ গুজরাটের বিপক্ষে ধরে রাখতে পারে কি না সেটাই দেখার।
দু’দলের সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, কেনে উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক/স্রেয়াশ গোপাল, টি নটরাজন।